আপনি যদি রবি সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্য-রবি মিনিট চেক করার নিয়ম জানতে হবে। বর্তমানে প্রায় অনেক মানুষের কাছেই রবি সিম রয়েছে। কারণ রবি সিম বন্ধ রাখলেও যখন চালু করা হয় তখন অনেক ভালো এবং নিত্য নতুন অফার দিয়ে থাকে। আপনারা যারা রবি মিনিট বান্ডেল কিনে থাকেন অথবা অফারে মিনিট কিনেন তাদের উদ্দেশ্যে এই পোস্টটি। যারা রবিতে মিনিট চেক করে কিভাবে সে উপায় জানেন না। তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে খুব সহজেই রবি সিমের মিনিট সম্পর্কে এবং করা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।
রবি মিনিট চেক করে কিভাবে:
আপনার যদি রবিতে মিনিট চেক করার প্রয়োজন পড়ে তাহলে কোন প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়া মিনিট চেক করতে পারবেন। আপনার স্মার্টফোন হোক অথবা বাটন ফোন হোক যে কোন ফোনের মাধ্যমেই আপনি খুব সহজেই মিনিট চেক করতে পারবেন। এজন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা জেনে রাখতে হবে।অনেকেই নতুন রবি সিম অপারেটরে চলে আসছেন। কিন্তু রবি সিমের বিভিন্ন ব্যবহার সম্পর্কে কোন তথ্য জানা নাই। আজকে আমরা রবি সিম মিনিট চেক করার কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে এসেছি। এই সংখ্যা ব্যবহার করলেই অল্প সময়ের মধ্যেই আপনার রবি সিমে কত মিনিট আছে সেটা ডিসপ্লেতে ভেসে উঠবে। দেখে নিন মিনিট চেক করার নিয়মঃ
- প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনে যাবেন।
- এরপর *২২২*২# অথবা *২২২*৯# তুলুন।
- তারপর রবি সিম দিয়ে কল করুন।
- অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার সিমে কত মিনিট আছে সেইটা দেখা যাবে।
.রবি মিনিট কেনার কোড:
মিনিট কেনার কোড রবি। আমরা যত সম্ভব রবি সিমে মিনিট অফার কোড নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। সিমের আরো অনেক অফার রয়েছে যেমন রবি মাসিক মিনিট অফার, রবি সাপ্তাহিক মিনিট অফার, দৈনিক মিনিট প্যাক সহ রবি কম টাকা বেশী মিনিট প্যাকের অসংখ্য লিস্ট রয়েছে।
রবি মিনিট | পরিমান | মেয়াদ | কোড | ব্যবহার |
১০ মিনিট | ৮ টাকা | ৬ দিন | *0*1# | Any Network |
২১ মিনিট | ১৪ টাকা | ১৬ দিন | *0*2# | Any Network |
৪২ মিনিট | ২৭ টাকা | ২৪ দিন | *0*3# | Any Network |
৬৭ মিনিট | ৪৩ টাকা | ৪ দিন | *0*4# | Any Network |
১০০ মিনিট | ৬৪ টাকা | ৭ দিন | *0*5# | Any Network |
১৬০ মিনিট | ৯৯ টাকা | ৭ দিন | *0*6# | Any Network |
৩৪০ মিনিট | ২০৭ টাকা | ৩০ দিন | *0*7# | Any Network |
৮০০ মিনিট | ৪৯৭ টাকা | ৩০ দিন | *0*8# | Any Network |
২৩০ মিনিট+ ৫১২ এমবি | ১৪৪ টাকা | ৩০ দিন | *0*9# | Any Network |
৫০০ মিনিট | ৩০৭ টাকা | ৩০ দিন | *0*10# | Any Network |
৪৬০ মিনিট+ ১ জিবি ইন্টারনেট | ৩৪৮ টাকা | ৩০ দিন | *0*11# | Any Network |
৯৫০ মিনিট+ ১ জিবি ইন্টারনেট | ৫৭৪ টাকা | ৩০ দিন | *0*12# | Any Network |
১৬০০ মিনিট+ ৫০ জিবি ইন্টারনেট | ৯৯৭ টাকা | ৩০ দিন | *0*13# | Any Network |
৩৭ মিনিট | ২৪ টাকা | ৩০দিন | *0*14# | Any Network |
৩২৫ মিনিট | ১৯৯ টাকা | ৩০ দিন | *0*15# | Any Network |
৪৯৫ মিনিট+৫১২ এমবি | ২৯৮ টাকা | ৩০ দিন | *0*16# | Any Network |
৪৭০ মিনিট+৫০০ এমবি | ২৮৮ টাকা | ৩০ দিন | *0*17# | Any Network |
৩১৫মিনিট | ১৯৪ টাকা | ৩০ দিন | *0*18# | Any Network |
উপরের ছক আকারে রবি মিনিট কেনার সকল কোড সমূহ সংযুক্ত করেছি। এখান থেকে আপনার পছন্দের প্যাকেজটি সিলেক্ট করুন এবংপাশেই থাকা রবি মিনিট কেনার কোড ডায়াল করে মিনিট অফার একটিভ করুন।[ রবি মিনিট চেক]
রবি মিনিট অফার:
প্রথমে আপনাদের সাথে শেয়ার করব রবি মিনিট অফার ৩০ দিন এর প্যাকেজসমূহ নিয়ে ।
Robi Minute Offer Pack 30 days – ১৬৯ টাকায় ৪৭৫ মিনিট । ৪৭৫ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১৬৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ৩১৯ টাকায় ৫০০ মিনিট । ৫০০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ৩১৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ১২৯ টাকায় ১৩০ মিনিট । ১৩০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১২৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ২২৯ টাকায় ২৫০ মিনিট । ২৫০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ২২৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ২৫৯ টাকায় ৩১০ মিনিট । ৩১০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ২৫৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ৩৫৯ টাকায় ৫৫০ মিনিট । ৫৫০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ৩৫৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ৪০৯ টাকায় ৬৪০ মিনিট । ৬৪০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ৪০৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ৯৮৯ টাকায় ১৫০০ মিনিট । ১৫০০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ৯৮৯ টাকা।
Robi Minute Offer Pack 30 days – ৬৩৯ টাকায় ১০০০ মিনিট । ১০০০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ৬৩৯ টাকা। ( মূল অ্যাকাউন্টের মেয়াদ: 3 বছর)
Robi Minute Offer Pack 30 days – ৭৯৬ টাকায় ৫০০ মিনিট । ৫০০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ৭৯৬ টাকা। (মূল অ্যাকাউন্টের মেয়াদ: 5 বছর )
রবি মিনিট অফার ১৫ দিন
Robi Minute Offer Pack: 15 days – ১৮৯ টাকায় ২৪০ মিনিট । ২৪০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১৮৯ টাকা।
রবি মিনিট অফার ১০ দিন
রবি মিনিট অফার ৭ দিন
Robi Minute Offer Pack: 7 days – ৯৯ টাকায় ১১০ মিনিট । ১১০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ৯৯ টাকা।
রবি Minute Offer Pack: 7 days – ১১৯ টাকায় ১৭০ মিনিট । ১৭০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১৯৯ টাকা।
রবি Minute Offer Pack: 7 days – ১৩৯ টাকায় ২২০ মিনিট ।২২০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১৩৯ টাকা।
রবি Minute Offer Pack: 7 days – ১০৮ টাকায় ১৮০ মিনিট। ১৮০ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১০৮ টাকা।
রবি মিনিট অফার ১২ ঘন্টা
রবি মিনিট অফার ১২ ঘন্টা – ১৪ টাকায় ১৯ মিনিট। ১৯ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১৪ টাকা।
রবি মিনিট অফার ১ দিন ২০২৪
Robi Minute Offer Pack: 1day-১৯ টাকায় ২৩ মিনিট। ২৩ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১৯ টাকা।
রবি Minute Offer Pack: 1 days- ২৪ টাকায় ৩২ মিনিট। ৩২ মিনিট এই অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ২৪ টাকা।
.১০ টাকায় ৪০ মিনিট রবি
আপনি যদি একজন রবি সিম গ্রাহক হন তাহলে ১০ টাকায় ৪০ মিনিট রবি অফার সম্পর্কে আপনার জানা উচিত। এছাড়াও, রবির আরও কিছু মিনিটের অফার রয়েছে যা আমি আজকের পোস্টে তুলে ধরার চেষ্টা করব। যাতে আপনারা সহজেই রবি মিনিট অফার উপভোগ করতে পারেন। আপনার যদি প্রতিদিন ৪০ মিনিটের প্রয়োজন হয় তবে অবশ্যই এই প্যাকেজটি কিনুন। কারণ এটি একটি ২৪ ঘন্টা প্যাকেজ। অর্থাৎ আপনি যদি এই প্যাকেজটি ১০ টাকায় কিনেন তবে আপনি এটি শুধুমাত্র ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন। তাই এখন আমরা জানবো কিভাবে এই প্যাকেজটি কিনবেন।১০ টাকায় ৪০ মিনিট রবি এই অফার উপভোগ করার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করতে হবে *866*02#। আর এই অফারের মেয়াদ হলো ২৪ ঘন্টা। তাই আপনার যদি এই অফার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে উক্ত কোড ডায়াল করে অফারটি উপভোগ করুন।
.রবি মিনিট অফার কম টাকায়
Robi minute check: এর তালিকা নিয়ে এই পোস্টে আপনাদের সাথে কম দামের রবি মিনিট অফার শেয়ার করবো। কীভাবে অল্প দামে বেশি মিনিট অফার নিতে পারবেন রবি সিমে জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।রবি সিম ব্যবহার করে মিনিট অফার কিনতে হলে রবি মিনিট কেনার কোড লাগবে। মিনিট কেনার কোড ডায়াল করার মাধ্যমে মিনিট অফার কিনতে পারবেন। চলুন, রবি মিনিট অফারগুলো দেখে নেয়া যাক। রবি সিমে অনেক সাশ্রয়ী মিনিট অফার রয়েছে যা আমরা অনেকেই জানি না। আজ এমন কিছু সাশ্রয়ী রবি মিনিট অফার শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন,রবি মিনিট অফার কম টাকায়
কেনার গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
৬ টাকায় ১০ মিনিট রবি:
৬ টাকায় ১০ মিনিট রবি কোড হচ্ছে *৮৬৬৬*০৫৫# । এই মিনিট কেনার কোডটি ডায়াল করার মাধ্যমে রবি সিমে মাত্র ৬ টাকায় ১০ মিনিট কিনতে পারবেন। রবি মিনিট অফারটির মেয়াদ হচ্ছে ১৬ ঘণ্টা। মিনিট অফার চেক করার কোড হচ্ছে *২২২*২# ।মাত্র ৬ টাকায় ১০ মিনিট রবি সিমে কিনতে মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন। এরপর, ডায়াল করুন *৮৬৬৬*০৫৫# কোডটি। তাহলে ১৬ ঘণ্টা মেয়াদে মাত্র ৬ টাকায় ১০ মিনিট কিনতে পারবেন।
৩ টাকায় ৫ মিনিট রবি:
৩ টাকায় ৫ মিনিট রবি কোড হচ্ছে *৮৬৬৬*০৩# । এই কোডটি ডায়াল করলে ৪ ঘণ্টা মেয়াদে মাত্র ৩ টাকায় ৫ মিনিট কিনতে পারবেন। রবি মিনিট অফারটি চেক করতে ডায়াল করুন *২২২*২# ।৫ মিনিট ৩ টাকায় রবি সিমে কিনতে ডায়াল করতে হবে *৮৬৬৬*০৩# কোডটি। মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে কোডটি ডায়াল করুন। তাহলে ৪ ঘণ্টা মেয়াদে ৫ মিনিট কিনতে পারবেন মাত্র ৩ টাকায়।
১০ টাকায় ৪০ মিনিট রবি:
টাকায় ৪০ মিনিট রবি সিমে কিনতে পারবেন। এই রবি মিনিট অফারটির মেয়াদ হচ্ছে ২৪ ঘণ্টা।
রবি সিমে ১০ টাকায় ৪০ মিনিট কিনতে মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন। *866*02# কোডটি ডায়াল করুন। এরপর, ১০ টাকা কেটে নিয়ে আপনার রবি সিমে ৪০ মিনিট কিনতে পারবেন ২৪ ঘণ্টা মেয়াদে।
রবি মিনিট অফার দেখার কোড হচ্ছে *২২২*২# । এই কোডটি ডায়াল করে আপনার সিমে কত মিনিট বাকী আছে তা জানতে পারবেন।
রবিতে ২৫ টাকায় ১০০০ মিনিট/রবি মিনিট চেক
রবিতে ২৫ টাকায় ১০০০ মিনিট এর কোনো অফার নেই। আপনি যদি রবি সিমে ১০০০ মিনিট কিনতে চান তাহলে ৬০৯ টাকা দিয়ে এই মিনিট অফারটি কিনতে পারবেন। রবি মিনিট অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন। মিনিট অফারটি দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন।এছাড়াও, রবি সিমের মিনিট অফারটির মেয়াদ ফুরিয়ে গেলে আবারও একই প্যাকেজ কিনে মেয়াদ বৃদ্ধি করে নিতে পারবেন। অব্যবহৃত মিনিটগুলো নতুন প্যাকের সাথে যুক্ত হয়ে যাবে এবং মেয়াদ বৃদ্ধি হয়ে যাবে।
6.রবি ১৪ টাকায় ২৫ মিনিট
রবি ১৪ টাকায় ২৫ মিনিট কেনার জন্য আপনার সিমে ১৪ টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *১১০০*৪# কোডটি। তাহলে, ২৪ ঘণ্টা মেয়াদে মাত্র ১৪ টাকায় রবি সিমে ১৫ মিনিট অফার কিনতে পারবেন। রবি মিনিট অফার চেক করার কোড হচ্ছে *২২২*২# । মিনিট চেক কোড ডায়াল করে কত মিনিট আছে জানতে পারবেন।
রবি মিনিট অফার কোড
রবি মিনিট অফার | অফারের দাম | কেনার কোড | মেয়াদ |
২১ মিনিট | ১৬ টাকা | *১২৩*০১৬০# | ২৪ ঘণ্টা |
৩৫ মিনিট | ২৪ টাকা | *০*১৯# | ২৪ ঘণ্টা |
৩ দিন মেয়াদি অফার | |||
৪৮ মিনিট | ৩৩ টাকা | *১২৩*০৩৩# | ৩ দিন |
৭ দিন মেয়াদি অফার | |||
৮৫ মিনিট | ৫৯ টাকা | *১২৩*৫৯# | ৭ দিন |
১৫৫ মিনিট | ৯৯ টাকা | *০*৬# | ৭ দিন |
১৮০ মিনিট | ১০৮ টাকা | *১২৩*০১০৮# | ৭ দিন |
৩০ দিন মেয়াদি অফার | |||
৩২০ মিনিট | ২০৭ টাকা | *০*৭# | ৩০ দিন |
৫০০ মিনিট | ৩০৭ টাকা | *১২৩* # | ৩০ দিন |
৫২৫ মিনিট +৫১২ এমবি | ৩২৪ টাকা | *১২৩*৩২৪# | ৩০ দিন |
৮৪০ মিনিট | ৫০৭ টাকা | *০*৮# | ৩০ দিন |
১০০০ মিনিট +১ জিবি | ৬০৯ টাকা | *১২৩*৬০৪# | ৩০ দিন |
আপনার কাছে যে রবি মিনিট অফারটি সাশ্রয়ী মনে হয়, সেই মিনিট অফারটি কিনতে পারেন। এজন্য, পাশে দেয়া রবি মিনিট কেনার কোড ডায়াল করতে হবে। তাহলে, সিমে থাকা ব্যালেন্স দিয়ে মিনিট অফার কিনতে পারবেন।
আমাদের শেষ কথা
আজকের এই পোস্টে আপনাদের সাথে Rরবি মিনিট চেক কোড শেয়ার করেছি। এছাড়াও, অনেকগুলো রবি মিনিট অফার শেয়ার করেছি। সাশ্রয়ী রবি মিনিট কেনার কোডগুলো ডায়াল করে সহজেই মিনিট প্যাকেজ কিনতে পারবেন।
আরও এমন সিমের অফার সম্পর্কে জানতে আমাদের safolhon.com ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। পোস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না।