এয়ারটেল মিনিট চেক কোড ২০২৪ যেকোনো এয়ারটেল নম্বর থেকেএয়ারটেল মিনিট চেক করুন, ডায়াল করুন *৬৬৬# নম্বরে এবং টাইপ করুন আপনার কাঙ্ক্ষিত সার্ভিস – ডাটা, মিনিট, ব্যালেন্স ও অন্যান্য।
1.এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড
খুব সহজেই কেবল ডায়াল করুন *১২১# এবংআপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেবা।
ডায়াল *১২১#
*১২১# — একটি কোড, সহজ ব্যবহারঃ
আপনি কি ভাবছেন এয়ারটেল প্রোডাক্ট ও সার্ভিস-এর জন্য কার সহযোগিতা নিবেন, না – আপনাকে এই বিষয়ে আর বিভ্রান্ত হতে হবেনা, প্রয়োজন নেই আর লাইনে দাঁড়িয়ে থাকার কিংবা খুঁজতে হবে না এয়ারটেল সেবার ঠিকানা। খুব সহজেই কেবল ডায়াল করুন *১২১# এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন, আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেবা।
গ্রাহক কি কি সুবিধা পাবেনঃ
সকল এয়ারটেল গ্রাহক স্বাধীনভাবে নিচের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:
নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স ও বিল চেক করতে পারবেন
নিজ প্যাকেজ ও ট্যারিফ জানার পাশাপাশি পছন্দসই অফার এক্টিভ করতে পারবেন
পছন্দসই ইন্টারনেট প্যাকেজ এক্টিভ করতে পারবেন
এফএনএফ ও প্রিয় নাম্বার এড-ডিলিট করতে পারবেন
জনপ্রিয় ভ্যালু এড সার্ভিস চালু ও বন্ধ করতে পারবেন
এয়ারটেল নাম্বারে ব্যাল্যান্স ট্রান্সফার করতে পারবেন এবং আরও অনেক কিছু
কিভাবে ব্যবহার করবেন
*১২১# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
একক সংখ্যার ইউএসএসডি কোড:
একক সংখ্যার ইউএসএসডি একটি যুগান্তকারী পদক্ষেপ যার মাধ্যমে আপনি খুব সহজেই নির্দিষ্ট কোড ডায়াল করে এয়ারটেল এর বহুল ব্যাবহৃত সার্ভিস সুমুহ গ্রহণ করতে পারছেন। কাজেই চলুন জেনে নেই কোন ইউএসএসডি নাম্বারটি কোন সার্ভিস এর জন্য প্রযোজ্য
একক ইউএসএসডি কোড সার্ভিস সমূহ:
*১#
ব্যলান্স চেক/বকেয়া বিল
*২#
নিজ মোবাইল নাম্বার দেখা
*৩#
ডাটা এমবি চেক
*৪#
ইন্টারনেট প্যাক কেনা
*৫#
জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু
*৬#
নিজ প্যাকেজ ও কল ট্যারিফ
*৭#
প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু
*৮#
প্রিপেইড এয়ার ক্রেডিট
*৯#
সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট
*০#
মিনিট বান্ডেল
ডায়াল *৬৬৬#
*৬৬৬# — এয়ারটেল ইউএসএসডি বট
এখন এয়ারটেল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক বট-এর মাধ্যমে পাবেন প্রয়োজনীয় সব ডিজিটাল সার্ভিস (মিনিট, ডাটা, ব্যালেন্স ও অন্যান্য)। সার্ভিস পেতে ও সম্ভাব্য কীওয়ার্ড ব্যবহার করতে ডায়াল করুন *৬৬৬# নম্বরে।
*৬৬৬# ব্যবহার করার নিয়ম
যেকোনো এয়ারটেল নম্বর থেকে ডায়াল করুন *৬৬৬# নম্বরে এবং টাইপ করুন আপনার কাঙ্ক্ষিত সার্ভিস – ডাটা, মিনিট, ব্যালেন্স ও অন্যান্য।
2.এয়ারটেল মিনিট ও এমবি চেক
এয়ারটেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিকমিউনিকেশন কোম্পানি। গ্রাহকদের সুবিধার জন্য এয়ারটেল বিভিন্ন ডাটা প্যাকেজ সরবরাহ করে থাকে। আপনি যদি এয়ারটেলের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন, তাহলে সময়মতো এমবি চেক করা গুরুত্বপূর্ণ। এখানে এয়ারটেল এমবি চেক করার কিছু সহজ পদ্ধতি বর্ণনা করা হলো:
কোড ডায়াল করে এয়ারটেল মিনিট চেক করার নিয়ম
ইউ এস এস ডি কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল এ মিনিট চেক করা খুব সহজ। আপনি যদি শুধু কোডটি মনে রাখতে পারেন তাহলে এয়ারটেলে মিনিট চেক করার আর কোন ঝামেলা আপনার থাকবে না। এয়ারটেল মিনিট চেক কোডটি *৭৭৮*০#।
প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন সিলেক্ট করুন
এরপর লিখে ফেলুন *৭৭৮*০# কোডটি
এখন সেন্ড করে দিন
এখন আপনার সামনে দেখতে পাবেন একটি ফিডব্যাক মেসেজ। উক্ত মেসেজ এ আপনার মিনিটের পরিমাণ । অবশিষ্ট মিনিট এর মেয়াদ সহ সকল ইনফরমেশন জানতে পারবেন।
ইউএসএসডি কোড ব্যবহার করে এয়ারটেল এমবি চেক:
এয়ারটেল এমবি চেক করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি হলো ইউএসএসডি কোড ব্যবহার করা। আপনার মোবাইল থেকে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
মোবাইলের ডায়ালার ওপেন করুন: আপনার মোবাইলের ডায়ালার অ্যাপটি খুলুন।
ইউএসএসডি কোড ডায়াল করুন: *3# কোডটি ডায়াল করুন।
রিপ্লাই মেসেজ দেখুন: কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার বর্তমান এমবি ব্যালেন্স একটি রিপ্লাই মেসেজের মাধ্যমে দেখতে পাবেন।
এয়ারটেল এমবি চেক কোড:
এয়ারটেল এমবি চেক করার জন্য ইউএসএসডি কোডটি হলো: *3#
3.এয়ারটেল বাংলাদেশে কিভাবে মিনিট চেক করব
এই পর্যায়ে এয়ারটেল মিনিট চেক ও কতগুলো গুরুত্বপূর্ণ কোড শেয়ার করা হলো। কোড গুলো আমার দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে।
এয়ারটেল মিনিট চেক কোড: *৬৬৬#
এয়ারটেল ডাটা চেক কোড: *৩#
এয়ারটেল SMS চেক কোড: *৬৬৬#
এয়ারটেল ইনকামিং কল অন কোড: *১২১*০১৬#
এয়ারটেল ইনকামিং কল অফ কোড: #২১#
এয়ারটেল ইমারজেন্সি লোন কোড: *১৪১# অথবা *৮#
এয়ারটেল নম্বর চেক কোড: *২#
এয়ারটেল ব্যালেন্স চেক কোড: *৭৭৮#
অতিরিক্ত ব্যালেন্স কেটে নেওয়া বা যেকোন সার্ভিস অপ করা কোড: *৯#
আজকের এয়ারটেল ইন্টারনেট অফার চেক কোড: *৮৮৮#
4.অফার মিনিট:
বান্ডেল অফার @ ১৯ টাকা মাত্র ১৯ টাকায় ২৫ মিনিট, মেয়াদ ২ দিন!
ভয়েস অফার @ ৮৪ টাকা মাত্র ৮৪ টাকায় ১২০ মিনিট, মেয়াদ ৭ দিন!
ভয়েস অফার @২০৯ টাকা মাত্র ২০৯ টাকায় ২৭৫ মিনিট, মেয়াদ ৩০ দিন
বান্ডেল অফার @ ১৪ টাকা
ভয়েস অফার @ ১৮ টাকা
এয়ারটেল ই-সিম
ভয়েস অফার @ ২৮ টাকা
বান্ডেল অফার @ ৩৪ টাকা
5.এয়ারটেল পোস্টপেইড বিল চেক
এয়ারটেল পোস্টপেইড:
বান্ডেল অফারঃ আপনি কিনতে পারেন দারুন বান্ডেল অফার
বান্ডেলটির মুল্য মিনিট মেয়াদ (দিন) USSD কোড
৬৩৯ | ১০৬৫ | ৩০ | *১২৩*৬৩৯# |
৬০৯ | ১০১৫ | ৩০ | *১২৩*০৬০৪# |
৫০৭ | ৮৩৫ | ৩০ | *১২১*৫০৭# |
৪০৭ | ৬৭৫ | ৩০ | *১২৩*৪০৭# |
৩৬৭ | ৬০০ | ১৫ | *১২১*৩৬৭# |
৩১৯ | ৫২০ | ৩০ | *১২১*৩১৯# |
২৫৭ | ৪০০ | ৩০ | *১২১*২৫৭# |
১৬৯ | ২২০ | ৩০ | *১২৩*১৬৯# |
১২৯ | ২১৫ | ১০ | *১২১*১২৯# |
১১৮ | ১৯৬ | ৭ | *১২১*০১১৮# |
১০৭ | ১৬৫ | ৭ | *১২৩*০১০৭# |
৭৪ | ১২০ | ৭ | *১২১*০৭৪# |
৬৪ | ৮৮ | ৭ | *১২৩*৬৪# |
৫৩ | ৮০ | ৫ | *১২১*৫৩# |
৪৮ | ৬২ | ৪ | *১২১*৪৮# |
২৮ | ৪৩ | ২ | *১২১*২৮# |
শর্তাবলী:
বান্ডেলটি কিনতে পারবেন ইজি লোড, মাই এয়ারটেল অ্যাপ এবং ইউএসএসডি-এর মাধ্যমে ।
ইউএসএসডি কেনার পদ্ধতি: *০#
বান্ডেল মূল্য ভ্যাট, এসডি এবং এসসি সহ।
মিনিট এবং এসএমএস জানার কোড: *৭৭৮*০# এবং ডেটা জানার কোড: *৮৪৪৪*৮৮#
6.এয়ারটেল অফার চেক
এয়ারটেল মিনিট অফার তথ্য
এয়ারটেল মিনিট অফার কেনার পূর্বে অবশ্যই আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে
তাছাড়া সরাসরি রিসার্চ করার মাধ্যমেও এয়ারটেল l মিনিট ক্রয় করা যাবে।
এয়ারটেল মিনিট অফার গ্রাহক কিনলে তা কোন অপারেটরে কথা বলতে পারবে।
সকল এয়ারটেল মিনিট অফারে ভ্যাট প্রযোজ্য।
আপনি চাইলে এক্টিভেশন কোড দিয়ে বা রিচার্জ করে প্যাক গুলো কিনতে পারবেন।
অফারের মেয়াদ শেষ হবার আগে পুনরায় একই অফার ক্রয় করলে আগের মিনিট নতুন মিনিট এর সাথে যুক্ত হবে।
এয়ারটেল মিনিট চেক কোড *৭৭৮*০#।
এয়ারটেল বোনাস মিনিট চেক করার জন্য *৭৭৮*২৯# ডায়াল করতে হবে।
আপনাদের প্রিয় সিম অপারেটর এয়ারটেল নিয়ে এসেছে দারুন কিছু মিনিট অফার। তাই দেরি না করে এখনই অফার গুলো ক্রয় করে উপভোগ করুন
কম খরচে এয়ারটেল ইন্টারনেট অফার/এয়ারটেল মিনিট চেক
এয়ারটেল মিনিট চেক করা তো জানলাম এবার কম খরচে সেরা সব এয়ারটেল ইন্টারনেট পেতে নিম্নে অফার গুলো আপনার জন্য। কম খরচে এয়ারটেল ইন্টারনেট ক্রয় করতে ফোনের ডায়াল প্যাড মাত্র একটি কোড ডায়াল করে আপনার পছন্দের অফারটি নিতে পারবেন। অফার গুলো হলো:
৫ জিবি এয়ারটেল ইন্টারনেট ১৩২ টাকা ৩০ দিন
১০ জিবি + ২৫০ মিনিট এয়ারটেল ইন্টারনেট ২৯৭ টাকা ৩০ দিন
১৬ জিবি এয়ারটেল ইন্টারনেট ১৬৪ টাকা ৭ দিন
উপরোক্ত অফার গুলো পেতে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *৪# তাহলে আপনি অফার গুলো দেখতে পাবেন। এখন যেই অফারটি নিতে চান সেই নম্বরটি টাইপ করে কনফর্ম করুন
নোট: উপরোক্ত অফার গুলো পরিবর্তনশীল। তাই আপডেট অফার পেতে *৪# কোডটি ফলো করুন।
এয়ারটেল এসএমএস কেনার কোড
এয়ারটেল মিনিট চেক করার পর বন্ধুদের সাথে আড্ডা অথবা প্রিয়জনের সাথে আনলিমিটেড SMS এ চ্যাটিং করার জন্য কম খরচে নিয়ে নিন সেরা সব এয়ারটেল SMS (এসএমএস) প্যাকেজ। এয়ারটেল SMS প্যাকেজ কিনতে প্রথমে ফোনের ডায়ালপ্যাড থেকে ডায়াল করুন *৫#।
আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। এখন সবার শেষ অপশন 6 ডায়াল করুন। আপনার জন্য প্রযোজ্য SMS প্যাক গুলো দেখতে পাবেন। যেমন:
৩ টাকা ৬০ SMS (এসএমএস) ৩ দিন
৭ টাকা ১৫০ SMS (এসএমএস) ৭ দিন
১২ টাকা ১০০ SMS (এসএমএস) ৩ দিন
২২ টাকা ২০০ SMS (এসএমএস) ৭ দিন
২৫ টাকা ৫০০ SMS (এসএমএস) ৩০ দিন
এয়ারটেল সিমে মিনিট দেখবো কিভাবে?
আপনার এয়ারটেল সিমে কত মিনিট আছে তা নিচে উল্লিখিত খুব সহজ দুইটি উপায় বা নিয়মে দেখতে পারবেন।
এয়ারটেল সিমে মিনিট দেখার নিয়ম:
- আপানার ফোনের ডায়াল প্যাডে ডায়াল করুন *778*0#।
- আপনার ফোনের My Airtel এপে আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানেও দেখতে পারবেন।
এয়ারটেল সিমে ৮ টাকায় ১২ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৮ টাকায় ১২ মিনিট কেনার কোড হচ্ছে *121*08# ।
এই অফারটির মেয়াদ ২৪ ঘণ্টা। অর্থাৎ, ৮ টাকায় ১২ মিনিট অফারটি কেনার পরবর্তী ২৪ ঘণ্টার ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টা পর মিনিট গুলো শেষ হয়ে যাবে।
এয়ারটেল সিমে ১৪ টাকায় ২১ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ১৪ টাকায় ২১ মিনিট কেনার কোড হচ্ছে *121*014#।
এই অফারটির মেয়াদ ২৪ ঘণ্টা। অর্থাৎ, ১৪ টাকায় ২১ মিনিট অফারটি কেনার পরবর্তী ২৪ ঘণ্টার ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টা পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ১৮ টাকায় ২৮ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ১৮ টাকায় ২৮ মিনিট কেনার কোড হচ্ছে *121*18#।
এই অফারটির মেয়াদ ৪৮ ঘণ্টা বা দুই দিন। অর্থাৎ, ১৮ টাকায় ২৮ মিনিট অফারটি কেনার পরবর্তী ৪৮ ঘণ্টার ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৪৮ ঘণ্টা পর মিনিট গুলো শেষ হয়ে যাবে।
এয়ারটেল সিমে ২৮ টাকায় ৪৬ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ২৮ টাকায় ৪৬ মিনিট কেনার কোড হচ্ছে *121*28#।
এই অফারটির মেয়াদ দুই দিন। অর্থাৎ, ২৮ টাকায় ৪৬ মিনিট অফারটি কেনার পরবর্তী দুই দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় দুই দিন পর বাকী মিনিট গুলো শেষ হয়ে যাবে।
এয়ারটেল সিমে ৩৪ টাকায় ৫২ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৩৪ টাকায় ৫২ মিনিট কেনার কোড হচ্ছে *121*34#।
এই অফারটির মেয়াদ ৩ দিন। অর্থাৎ, ৩৪ টাকায় ৫২ মিনিট অফারটি কেনার পরবর্তী ৩ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৩ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে।
এয়ারটেল সিমে ৪৮ টাকায় ৭২ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৪৮ টাকায় ৭২ মিনিট কেনার কোড হচ্ছে *121*48#।
এই অফারটির মেয়াদ ৫ দিন। অর্থাৎ, ৪৮ টাকায় ৭২ মিনিট অফারটি কেনার পরবর্তী ৫ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৫ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৫৩ টাকায় ৮৮ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৫৩ টাকায় ৮৮ মিনিট কেনার কোড হচ্ছে *121*53#।
এই অফারটির মেয়াদ ৫ দিন। অর্থাৎ, ৫৩ টাকায় ৮৮ মিনিট অফারটি কেনার পরবর্তী ৫ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৫ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৬৪ টাকায় ৯৩ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৬৪ টাকায় ৯৩ মিনিট কেনার কোড হচ্ছে *121*64#।
এই অফারটির মেয়াদ ৭ দিন। অর্থাৎ, ৬৪ টাকায় ৯৩ মিনিট অফারটি কেনার পরবর্তী ৭ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৭ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে।
এয়ারটেল সিমে ৭৮ টাকায় ১৩০ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৭৮ টাকায় ১৩০ মিনিট কেনার কোড হচ্ছে *121*078# অথবা সরাসরি ৭৮ টাকা রিচার্জ করার মাধ্যমেও এই অফারটি নিতে পারবেন।
এই অফারটির মেয়াদ হচ্ছে সাত দিন। অর্থাৎ, ৭৮ টাকায় ১৩০ মিনিট অফারটি কেনার পরবর্তী ৭ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় সাত দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৯৭ টাকায় ১৫২ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৯৭ টাকায় ১৫২ মিনিট কেনার কোড হচ্ছে *121*97#।
এই অফারটির ৭ দিন। অর্থাৎ, ৯৭ টাকায় ১৫২ মিনিট অফারটি কেনার পরবর্তী সাত দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৭ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ১০৭ টাকায় ১৭৫ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ১০৭ টাকায় ১৭৫ মিনিট কেনার কোড হচ্ছে *123*0107#।
এই অফারটির মেয়াদ ৭ দিন। অর্থাৎ, ১০৭ টাকায় ১৭৫ মিনিট অফারটি কেনার পরবর্তী ৭ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৭ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ১১৮ টাকায় ১৯৬ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ১১৮ টাকায় ১৯৬ মিনিট কেনার কোড হচ্ছে *121*0118#।
এই অফারটির মেয়াদ ১০ দিন। অর্থাৎ, ১১৮ টাকায় ১৯৬ মিনিট অফারটি কেনার পরবর্তী ১০ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ১০ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ১৫৭ টাকায় ২০০ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ১৫৭ টাকায় ২০০ মিনিট কেনার কোড হচ্ছে *123*0157#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ১৫৭ টাকায় ২০০ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ১৬৯ টাকায় ২২০ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ১৬৯ টাকায় ২২০ মিনিট কেনার কোড হচ্ছে *123*169#।
এই অফারটির মেয়াদ ৩০ দিন। অর্থাৎ, ১৬৯ টাকায় ২২০ মিনিট অফারটি কেনার পরবর্তী ৩০ দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ৩০ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ২০৭ টাকায় ৩৪০ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ২০৭ টাকায় ৩৪০ মিনিট কেনার কোড হচ্ছে *123*0207#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ২০৭ টাকায় ৩৪০ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ২৪৭ টাকায় ৪১০ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ২৪৭ টাকায় ৪১০ মিনিট কেনার কোড হচ্ছে *123*247#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ২৪৭ টাকায় ৪১০ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ২৫৭ টাকায় ৪২৮ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ২৫৯ টাকায় ৩৯০ মিনিট কেনার কোড হচ্ছে *121*257#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ২৫৭ টাকায় ৪২৮ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ২৯৮ টাকায় ৪৬০ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ২৯৮ টাকায় ৪৬০ মিনিট কেনার কোড হচ্ছে *123*0298#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ২৯৮ টাকায় ৪৬০ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৩০৭ টাকায় ৫০৫ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৩০৭ টাকায় ৫০৫ মিনিট কেনার কোড হচ্ছে *121*307#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ৩০৭ টাকায় ৫০৫ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৩৬৭ টাকায় ৬১২ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৩৬৭ টাকায় ৬১২ মিনিট কেনার কোড হচ্ছে *121*367#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ৩৬৭ টাকায় ৬১২ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৪০৭ টাকায় ৬৭৫ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৪০৭ টাকায় ৬৭৫ মিনিট কেনার জন্য ৪০৭ টাকা রিচার্জ করতে হবে। টাকা আপনার মেইন একাউন্টে জমা হবে না সরাসরি মিনিট যুক্ত হবে।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ৪০৭ টাকায় ৬৭৫ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৫০৭ টাকায় ৮৪৫ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৫০৭ টাকায় ৮৪৫ মিনিট কেনার কোড হচ্ছে *121*507# অথবা ৫০৭ সরাসরি রিচার্জ করলেও হবে।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ৫০৭ টাকায় ৮৪৫ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
এয়ারটেল সিমে ৬৩৯ টাকায় ১০৬৫ মিনিট কেনার নিয়ম ও কোড
এয়ারটেল সিমে ৬৩৯ টাকায় ১০৬৫ মিনিট কেনার কোড হচ্ছে *123*639#।
এই অফারটির মেয়াদ ত্রিশ দিন। অর্থাৎ, ৬৩৯ টাকায় ১০৬৫ মিনিট অফারটি কেনার পরবর্তী ত্রিশ (৩০) দিনের ভিতর আপনার মিনিট গুলো কথা বলে শেষ করতে হবে। অন্যথায় ত্রিশ দিন পর মিনিট গুলো শেষ হয়ে যাবে বা চলে যাবে।
পরিশেষে, এই আর্টিকেলে এয়ারটেল মিনিট চেক কোড ২০২৪, এয়ারটেল মিনিট কেনার নিয়ম নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি আর্টিকেলটি আপনার উপকারে এসেছে।
এ বিষয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।