বাংলালিংক মিনিট চেক করার জন্য আপনাকে যে বাংলালিংক মিনিট চেক কোড ব্যবহার করতা হবে তা হচ্ছে *121*100#।
এই কোড ব্যবহার করে আপনারা খুব সহজেই বাংলালিংক মিনিট চেক করতে পারবেন আবার এই কোড ব্যবহার করে আপনারা মিনিটের মেয়াদ সম্পর্কে সম্পূর্ণ জেনে নিতে পারবেন।
আপনার সচল সিম থেকে এই কোডটি ডায়াল করতে হবে। এই কোড ডায়াল করাতে আপনি মিনিট চেক সহ মিনিটের মেয়াদ জানতে পারবেন।
Table of Conten
.বাংলালিংক এর মিনিট কিভাবে দেখতে হয়?
.বাংলালিংক এর অফার দেখে কি দিয়ে?
.বাংলালিংক টাকা ধার নেয় কিভাবে?
.বাংলালিংক লোন নেওয়ার কোড কত?
.বাংলালিংক কে ইমারজেন্সি ব্যালেন্স?
.বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার কত?
.বাংলালিংক এ কিভাবে ফ্রি এমবি পাওয়া যায়?
.বাংলালিংক ফ্রি ডাটা কিভাবে পাওয়া যায়?
.বাংলালিংক বন্ধ সিমের অফার কিভাবে দেখব?
.বাংলালিংক কল রেট কত?
বাংলালিংক মিনিট বের করার কোড
বাংলালিংক সিমের মিনিট বের করার জন্য *121*100# কোডটি ডায়াল করুন।
সরাসরি মেসেজের মাধ্যমে মিনিট চেক
*121*100*1*1# কোডটি ডায়াল করলে আপনার ফোনে সরাসরি মেসেজের মাধ্যমে আপনার বর্তমান মিনিট প্যাকের তথ্য দেখিয়ে দেয়া হবে। আপনিন কোন প্যাকেজ ব্যবহার করছেন? কত মিনিট বাকি আছে? মেয়াদ কত দিন ইত্যাদি।
1.বাংলালিংক এর মিনিট কিভাবে দেখতে হয়?
বাংলালিংক বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। এটি গ্রাহকদের জন্য বিভিন্ন সেবা ও প্যাকেজ প্রদান করে থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেবা হলো মিনিট চেক করার সুবিধা। বাংলালিংক গ্রাহকরা সহজেই তাদের অবশিষ্ট মিনিট চেক করতে পারেন। নিচে বাংলালিংক মিনিট চেক করার বিভিন্ন পদ্ধতি উল্লেখ করা হলো:
USSD কোড দিয়ে বাংলালিংক মিনিট চেক:
মোবাইলের ডায়াল প্যাড খুলুন।
*১২১*১০০# ডায়াল করুন।
এই প্রক্রিয়া সম্পন্ন হলে, আপনার স্ক্রিনে অবশিষ্ট মিনিটের তথ্য প্রদর্শিত হবে।
বাংলালিংক অ্যাপ ব্যবহার করে মিনিট চেক:
1.প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল ইন্সটল করুন।
2.অ্যাপটি খুলুন এবং আপনার বাংলালিংক নম্বর দিয়ে লগ ইন করুন।
অ্যাপটি ড্যাশবোর্ডে আপনার অবশিষ্ট মিনিটের তথ্য দেখতে পারবেন।
এসএমএস করে বাংলালিংক মিনিট চেক:
মেসেজ অপশন খুলুন।
“MIN” লিখে 2222 নম্বরে পাঠিয়ে দিন।
কিছুক্ষণের মধ্যেই আপনার অবশিষ্ট মিনিটের তথ্য সহ একটি এসএমএস পাবেন।
কাস্টমার কেয়ার এর মাধ্যমে বাংলালিংক মিনিট চেক:
আপনি চাইলে বাংলালিংক-এর কাস্টমার কেয়ার সার্ভিসেও কল করে আপনার অবশিষ্ট মিনিট সম্পর্কে জানতে পারেন। এর জন্য 121 নম্বরে কল করতে হবে এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলে আপনার অবশিষ্ট মিনিটের তথ্য জানতে পারবেন।
বাংলালিংক মিনিট চেক কোড:
বাংলালিংক মিনিট চেক কোড মিনিট চেক কোড হচ্ছে *121*100#।
2.বাংলালিংক এর অফার দেখে কি দিয়ে?
আপনার খুশিমতো অফার জানতে ডায়াল *৮৮৮#!! My বাংলালিংক মিনিট চেক কোড App থেকে অফারগুলো জানতে অ্যাপে লগ ইন করে শেইক করুন!
বাংলালিংক অফার চেকঃ
বাংলালিংক অপারেটর তাদের গ্রাহকদের আমার অফার নামে বিশেষ একটি সুবিধা চালু করেছে। বাংলালিংক গ্রাহকরা আমার অফার থেকে বিভিন্ন অফার দেখতে এবং ক্রয় করে ব্যবহার করতে পারবে। যদি আপনি বাংলালিংক গ্রাহক হন তাহলে বাংলালিংক আমার অফার অপশন থেকে বাংলালিংকের বিশেষ অফার দেখতে এবং ব্যবহার করতে পারবেন।
বাংলালিংক আমার অফার কি ? বাংলালিংক অফার চেকঃ
বাংলালিংক তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে। বাংলালিংক তাদের গ্রাহকদের বিভিন্ন সময়ে যে সকল অফার দেয় তার মধ্যে আমার অফার অন্যতম। বাংলালিংক আমার অফার নামে একটি অপশন রয়েছে যেই অপশনে প্রবেশ করলে গ্রাহকরা তাদের বাংলালিংক নাম্বারে থাকা সকল অফার দেখতে পারবে।
বাংলালিংক আমার অফার চেক করার কোডঃ
বাংলালিংক আমার অফার দেখার জন্য আপনাকে *888# ডায়াল করতে হবে। আপনারা নিচের স্ক্রীনশটএর মত আপনার যে বাংলালিংক নাম্বারে আমার অফার চেক করতে চাচ্ছেন সেই বাংলালিংক নাম্বারে *888# কোড ডায়াল করুন।
3.বাংলালিংক টাকা ধার নেয় কিভাবে?
বাংলালিংক মিনিট চেক কোড Emergency Balance | ব্যালেন্স নেই? আছে বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স! এsখনই ডায়াল করুন *874# | Byবাংলালিংক Digital Facebook.
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড
*৮৭৪# এই কোডটি ডায়াল করে আপনি বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন। বাংলালিংক ইমারজেন্সি লোন শুধুমাত্র তারাই নিতে পারবেন যাদের ব্যালেন্স ৫ টাকার নিচে নেমে গেছে। পাঁচ টাকার বেশি ব্যালেন্স একাউন্টে থাকলে আপনি ইমার্জেন্সি লোন নিতে পারবেন না। বাংলালিংক ইমারজেন্সি ধার কিভাবে নিতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার অনন্য সুবিধার মধ্যে একটি। বাংলালিংক সিম আপনার ব্যবহারের উপর ভিত্তি করে দশ টাকা থেকে প্রায় ২০০ টাকা পর্যন্ত হাওলাত দিয়ে থাকে। যা পরবর্তী রিচার্জের মাধ্যমে আপনার ব্যালেন্স সমন্বয় করা হয়ে থাকে।
ধরুন, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে আপনার চারপাশে কোন রিসার্চ করার সুবিধা নেই। ইতিমধ্য আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে কিন্তু আপনার মোবাইলের ব্যালেন্স খুব প্রয়োজন বা জরুরী। সেই সময় আপনার একান্ত সহযোগী হিসেবে কাজ করছে বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স। টাকা হাওলাত নেওয়ার কোডটি যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই টাকা নিতে পারবেন। এবং আপনার প্রয়োজনীয়তা সম্পন্ন করতে পারবেন এটি একটি দারুণ সুবিধা।
একইভাবে আপনি যদি চান তাহলে বাংলালিংক ইমারজেন্সি এমবি বা ইন্টারনেট ব্যালেন্স লোন নিতে পারেন।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার অসুবিধা
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধার পাশাপাশি অসুবিধা বেশ লক্ষণীয়। আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পূর্বে আপনার ব্যালেন্স চেক করে নিতে হবে কেননা 5 টাকার বেশি মূল ব্যালেন্স থাকলে বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্সের জন্য আবেদন করতে পারবেন না।
বাংলালিংক সিমে টাকা হাওলাত নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে প্রতিবার হাওলাত নেওয়ার পাশাপাশি দুই টাকা করে অতিরিক্ত কেটে নেওয়া হয়। অর্থাৎ আপনি যদি ২০ টাকা হাওলাত করেন তাহলে আপনার মূল ব্যালেন্সে ১৮ টাকা যোগ হবে। কিন্তু যখন আপনি রিচার্জ করবেন তখন আপনার কাছ থেকে ২০ টাকায় কেটে নেয়া হবে। আপনার ব্যালেন্সে তারা দিল 18 টাকা কিন্তু কেটে নিলো ২০ টাকা।
4.বাংলালিংক লোন নেওয়ার কোড কত?
যেকোনো মুহূর্তে ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *874#!!! বিস্তারিত: bit.ly/বাংলালিংক Advance
বাংলালিংক লোন নেওয়ার কোড
বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স দেখার কোড হচ্ছে *৮৭৪# যদি জরুরি লোন নিতে চান তাহলে আপনাকে এই কোডটি ডায়াল করার মাধ্যমে নিতে হবে। ইমারজেন্সি লোন হিসাবে যে টাকা পাবেন তা দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন যেমন কল করা, এম্বি কেনা, মিনিট, এস এম এস ইত্যাদি সকল কিছুই আপনি কিনতে পারবেন।।
আর যদি আপনি ১০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে আপনাকে *৮৭৪*১০# কোড ডায়াল করতে হবে। আপনি এই *৮৭৪*১০# কোড টি ডায়াল করার মাধ্যমে আপনার আসল ব্যালেন্সে ১০ টাকা যোগ করে দেওয়া হবে। ১০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিতে আপনার কাছ থেকে কোন অতিরিক্ত ভ্যাট কর্তন করা হবে না।
5.বাংলালিংক কে ইমারজেন্সি ব্যালেন্স?
জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি ব্যালেন্স | ইমার্জেন্সি ব্যালেন্সে নিশ্চিন্ত সবসময়। বাংলালিংক-এ পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স। ডায়াল *১২১*৫#।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড
*৮৭৪# এই কোডটি ডায়াল করে আপনি বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন। বাংলালিংক ইমারজেন্সি লোন শুধুমাত্র তারাই নিতে পারবেন যাদের ব্যালেন্স ৫ টাকার নিচে নেমে গেছে। পাঁচ টাকার বেশি ব্যালেন্স একাউন্টে থাকলে আপনি ইমার্জেন্সি লোন নিতে পারবেন না। বাংলালিংক ইমারজেন্সি ধার কিভাবে নিতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
বাংলালিংকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম
বাংলালিংকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মোবাইলের ডায়ালিংক অপশন থেকে ইউএসএসডি কোড ডায়াল করে। বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড হচ্ছে *৮৭৪# । *৮৭৪# এই কোডটি ডায়াল করার পর আপনার মুল ব্যালেন্সে টাকা যোগ করে দেওয়া হবে।
- প্রথম আপনার মোবাইলের ডায়াল অপশনে চনে যান
- এবং ডায়াল করুন *৮৭৪#
- এবার আপনার ব্যালেন্স চেক করুন
- কত টাকা দিছে সেটি নিশ্চিত হয়ে নিন
কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেয় তার কোড
আমরা অনেকেই জানিনা আমাদেরকে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে। তাই রিচার্জের পর আমাদেরকে প্রায়ই এই সমস্যার সম্মুখীন হতে হয়। যে আমি তো এত টাকা হাওলাত করিনি কিন্তু আমাকে এত টাকা কেটে নেওয়া হল কেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে আজকের এই পোস্ট আপনাকে কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স দিয়েছে তা জানার জন্য *৮৭৪*০# ডায়াল করতে হবে।
6.বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার কত?
সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার লোকেশন ও ঠিকানা নিয়ে আলোচনা করার। বাংলালিংক Customer care number কেননা যারা বাংলালিংক সিম ব্যাবহার করেন তাদের জন্য বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার টি খুবই জরুরি। কারন আপনার বাংলালিংক সিম টি যে কোন সময় সমস্যা হতে পারে। তাই প্রয়োজন বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার যাতে খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করে আপনার বাংলালিংক সিম টি ঠিক বা রিপ্লেস করতে পারেন।
ফোন কলের মাধ্যমে কাস্টমার কেয়ারে যোগাযোগ
আপনার বাংলালিংক সিমে যখন কোন সমস্যার সম্মুখীন হন এবং কাস্টমার ম্যানেজারের সাপোর্ট প্রয়োজন হয়, তখন এই – ০১৯১১৩০৪১২১ নাম্বারে আপনি প্রথমে আপনার যে কোন বাংলালিংক সিম থেকে কল করবেন।
এরপর কিছু সময় অতিবাহিত হলে তাদের কাইটেরিয়া ফুলফিল হওয়ার পর একজন কাস্টমার ম্যানেজার আপনার ফোনটি রিসিভ করবে।
এর পরে আপনি আপনার সিম সম্পর্ককেও সমস্যার কথাই কাস্টমার ম্যানেজার কে খুলে বলবেন।এরপর দেখবেন কিছু সময় নেওয়ার পর তারা আপনার সমস্যাটির সমাধান করে দিয়েছে।
আপনি বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর 121 ডায়াল করে এবং তাদের নির্দেশাবলী অনুসরণ করে বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন।
আপনি যদি 121 নম্বরে কল করতে না পারেন তবে আপনি অফিস চলাকালীন এই বাংলালিংক নম্বর 01911304121 নম্বরে কল করতে পারেন।
তাছাড়া এখানে বাংলালিংক নাম্বার সম্পর্কে সমস্ত বিবরণ রয়েছে –
- যে কোনও বাংলালিংক নাম্বার থেকে কল করুন – ১২১
- অফিস সময় কোনও অপারেটর থেকে কল করুন – ০১৯১১৩০৪১২১
- প্রিপেইড, পোস্টপেইড এবং কল এবং নিয়ন্ত্রণ গ্রাহকদের জন্য বাংলালিংক হেল্পলাইন – ২১৫
- কেবল খুচরা বিক্রেতাদের জন্য ফোনে গ্রাহক যত্ন – ২০৩৬৫
- আইকন গ্রাহকদের জন্য গ্রাহক পরিষেবাগুলি – ০১৯২০০০০০০০
- বাংলালিংক মোবাইল আর্থিক পরিষেবা – ২১২০০
- বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন ইমেল – info@banglalinkgsm.com
- ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করুন: ফেসবুক / বাংলালিংক ডিজিটাল
- বাংলালিংক ফ্যাক্স নম্বর – ০২৮৮২০৫৯৪
7.বাংলালিংক এ কিভাবে ফ্রি এমবি পাওয়া যায়?
*১২১*৭০১# ডায়াল করে গ্রাহকরা এই ফ্রি অফারটি উপভোগ করতে পারবেন। এছাড়াও, প্রতিটি স্মার্টফোনের সাথে গ্রাহকরা দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি নেটওয়ার্ক ও ছয় মাস মেয়াদী ৯ জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন।
8.বাংলালিংক ফ্রি ডাটা কিভাবে পাওয়া যায়?
বাংলালিংক ১জিবি ফ্রি ইন্টারনেট অফার ৷৷
বর্তমানে ফ্রি ইন্টারনেট নেই তবে বাংলালিংক ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ না দিলেও ফ্রি ইন্টারনেট অফার কম রেখেছে । বাংলালিংক তাদের গ্রাহকদের দের প্রাই ফ্রি ইন্টারনেট অফার দিয়ে থাকে। সেই সুবাদে এবারও বছরের শেষে বাংলালিংক ফ্রি ইন্টারনেট অফার দিয়েছে ।
ফ্রিতে দিলে আমাদের নিলে লছ কি নিয়ে নিন হাত ছাড়া করবেন না ।
এই 1GB Free Internet অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।বাংলালিংক ফ্রি ১জিবি ইন্টারনেট অফার টি কিভাবে নিবো? এই অফারটি নেওয়ার জন্য *5000*279# ডায়াল করতে হবে।
9.বাংলালিংক বন্ধ সিমের অফার কিভাবে দেখব?
৫৮ টাকায় ৬ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন অফারটি আমাদের বন্ধ সিমের অফার। আপনার সিমটি বন্ধ সিমের অফারের আওতাভুক্ত কিনা তা জানতে, অনুগ্রহ করে বন্ধ থাকা নম্বরটি লিখে এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নম্বরে ( এসএমএস চার্জ ফ্রি যেকোনো বাংলালিংক নম্বর থেকে ) অথবা ডায়াল করুন *১২১*২০০# ( বন্ধ নম্বর থেকে )।
বাংলালিংক বন্ধ সিম অফার ২০২৪
আপনার কাছে যদি একটি বাংলালিংক বন্ধ সিম থাকে তাহলে লুফে নিতে পারেন আকর্ষণীয় কিছু অফার। তাই চলুন বাংলালিংক বন্ধ সিম অফার ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
আপনার বন্ধ বাংলালিংক সিমের সকল অফার দেখতে *১২১*২০০# ডায়াল করুন। এছাড়া মাই বাংলালিংক থেকেও বন্ধ সিমের অফার দেখতে পারবেন।
তা দেরি না করে, এখনই *১২১*২০০# ডায়াল করে আপনার বাংলালিংক বন্ধ সিমের অফার লুফে নিন।
বাংলালিংক বন্ধ সিম অফার চেক করার নিয়ম
আপনার বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করতে ফোনের ডায়াল প্যাড থেকে *১২১*২০০# ডায়াল করবেন। তারপর আপনার বন্ধ সিমের সকল অফার দেখতে পারবেন।
আবার My বাংলালিংক অ্যাপ ইউজ করেও বন্ধ সিমের অফার চেক করা যাবে। এজন্য My বাংলালিংক ইনস্টল করবেন। তারপরে বাংলালিংক নাম্বার দিয়ে লগইন করে বন্ধ সিম অফার অপশনে ক্লিক করবেন। অতঃপর আপনার বন্ধ সিমের সকল অফার দেখতে পারবেন।
বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৪
- ১৯ টাকায় ৩০ মিনিট মেয়াদ ৭ দিন
- ২ জিবি ২৯ টাকা মেয়াদ ৩০ দিন সোশ্যাল এমবি
- ১ জিবি ইন্টারনেট ৪৯ টাকায় ৭ দিন মেয়াদ
- ২০০ মিনিট ৮ জিবি ১৭৮ টাকা মেয়াদ ৩০ দিন
- ৪ জিবি ইন্টারনেট ৬৯ টাকা মেয়াদ ৭ দিন
- ১২০ মিনিট ৭৭ টাকা মেয়াদ ৩০ দিন
উপরের উল্লেখিত অফার গুলো শুধুমাত্র বাংলালিংক বন্ধ সিম গুলো উপভোগ করতে পারবে। উক্ত যেকোন অফার নিতে বা উপভোগ করতে সমপরিমাণ টাকা রিচার্জ করতে হবে।
10.বাংলালিংক কল রেট কত?
সবচেয়ে কম রিচার্জে দেশের সেরা রেট! ১১ টাকা রিচার্জে ১ পয়সার কম রেট (০.৯ পয়সা প্রতি সেকেন্ড), ২৪ ঘন্টা মেয়াদে!! একই অফার থাকছে ২১ টাকা রিচার্জে, ৩ দিন মেয়াদে।
বাংলালিংক Call Rate Offer 2024 /বাংলালিংক Sim Current Call Rate Offer (বাংলালিংক বর্তমান কলরেট অফার)
রিচার্জের পরিমাণ | কলরেট | মেয়াদ |
৳ ১৮৯ | ১ পয়সা/সেকেন্ড | ৬০ দিন |
৳ ৩৪ | ৬৯ পয়সা/মিনিট | ৩ দিন |
৳ ১১৯ | ৬৯ পয়সা/মিনিট | ৩০ দিন |
৳ ৬৪ | ৬৯ পয়সা/মিনিট | ১০ দিন |
৳ ২৯ | ৯৯ পয়সা/মিনিট | ৩ দিন |
৳ ২১ | ৯৯ পয়সা/মিনিট | ২ দিন |
৳ ৩৯ | ৯৯ পয়সা/মিনিট | ৫ দিন |
৳ ২৩৯ | ৯৯ পয়সা/মিনিট | ৯০ দিন |
৳ ৭৯ | ৯৯ পয়সা/মিনিট | ১০ দিন |
৳ ১০৯ | ৯৯ পয়সা/মিনিট | ৩০ দিন |
৳ ৫৯ | ৯৯ পয়সা/মিনিট | ৭ দিন |
৳ ১৫৯ | ৯৯ পয়সা/মিনিট | ৬০ দিন |
বাংলালিংক ইন্টারনেট অফার ৭ দিন
সাপ্তাহিক মেয়াদে বাংলালিংক ইন্টারনেট অফার নিতে চান তাহলে নিচে টেবিলের দিকে নজর দিন। এখানে ৭ দিন মেয়াদে নেট গুলো সংযুক্ত করা হয়েছে। এখান থেকে আপনার যে অফার গুলো ভাল লাগে সেই অফার গুলো থেকে যেকোন একটি অফার সিলেক্ট করুন এবং ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করুন।
সাপ্তাহিক ইন্টারনেট অফার | রিচার্জ | ডায়াল কোড | ্মেয়াদ |
1 GB | 69 | *121*69# | 7 Days |
1 GB ( You tube Pack ) | 29 | *121*1040# | 7 Days |
2 GB (Social Pack) | 29 | *121*1045# | 7 Days |
12 GB | 199 | *121*199# | 7 Days |
25 GB | 249 | *121*249# | 7 Days |
- বাংলালিংক ৮৯ টাকা রিচার্জে ইন্টারনেট অফার
অফার টি নিতে সরাসরি ৮৯ টাকা রিচার্জ করুন। এই ইন্টারনেট অফারের মেয়াদ পাবেন ৭ দিন। একাধিক বার এই অফার ক্রয় করা যাবে। ইন্টারনেটের মেয়াদ ও ব্যালেন্স জানতে ডায়াল *৫০০০*৫০০#।
- বাংলালিংক ১২৯ টাকা রিচার্জে ইন্টারনেট অফার
এই অফারটি নিতে সরাসরি ১২৯ টাকা লোড করতে হবে। এখানে বাংলালিংক এম্বি হিসাবে পাচ্ছেন মোঠ ১৪ জিবি। যার মধ্যে (১০ জিবি ইন্টারনেটের সাথে ৪ জিবি ফ্রি সাথে ১ জিবি ট্রফি ইন্টারনেট) ফ্রি দেওয়া হয়। সাপ্তাহ জুড়ে নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করার জন্য এই অফার টি দারুন হবে। একাউন্ট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০#।
- বাংলালিংক ১৪৯ টাকায় ১৬ জিবি
এক সাপ্তাহের মেয়াদে ১৪৯ টাকা রিচার্জ করে ১৬ জিবি ইন্টারনেট বুজে নিন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০#। এই অফার এক সাপ্তাহের জন্য চমৎকার হবে।
- বাংলালিংক ১৬৯ টাকায় ২০ জিবি ইন্টারনেট অফার
যাদের এক সাপ্তাহে অনেক ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয় তাদের জন্য এই অফারটি দারুন হবে। যে কোন মোডে (৩জি বা ৪ জি) ব্যবহার করা যাবে। এই অফার টি নেওয়ার জন্য ১৬৯ টাকা রিচার্জ করে নিতে হবে। বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০#।
বাংলালিংক এমবি চেক ও গুরুত্বপূর্ণ কোড সমূহ
বাংলালিংক শক্তিশালী নেটওয়ার্ক হওয়ায় আমরা যারা বাংলালিংক ইন্টারনেট ব্যবহার করি প্রায় সময় তাদের বাংলালিংক এমবি চেক করতে হয়। এই ব্যালেন্স আমরা দুইটি উপায় দেখতে পারি। প্রথমটি হলো ডায়াল প্যাডে কোড ব্যবহার করে দ্বিতীয়টি হলো বাংলালিংকের অ্যাপ ব্যবহার করে ।
প্রথমে আপনি আপনার মোবাইলে ডায়াল প্যাডে এই *১২১*১# কোডটি লিখে ডায়াল করে বাংলালিংক এমবি চেক করতে পারেন। এখানে আপনি আপনার ব্যালেন্স সহ অন্যান্য সেবা দেখতে পাবেন।
সরাসরি বাংলালিংক এমবি চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০#
এছাড়া বাংলালিংকের অ্যাপ থেকে বাংলালিংক এমবি চেক করতে প্রথমে প্লে স্টোর থেকে বাংলালিংক অ্যাপটি ইন্স-টল করুন। আপনার বাংলালিংক নাম্বার দিয়ে লগইন করার পর ওপরে ডান পাশে বাংলালিংক এমবি দেখতে পাবেন।
পরিশেষে, এই আর্টিকেলে বাংলালিংক মিনিট চেক কোড ২০২৪,বাংলালিংক মিনিট কেনার নিয়ম নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি আর্টিকেলটি আপনার উপকারে এসেছে।
এ বিষয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার