Bangla kobita caption

Bangla kobita caption/কবিতা ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । কবিতার লাইন ক্যাপশন গুলো অনেক সুন্দর ছন্দ মিলানো । তাই পড়ে অনেক ভালো লাগবে আশা করি । তাহলে আসুন দেখে নেই সেই কবিতা ক্যাপশন গুলো ।Bangla kbita caption

কবিতা ক্যাপশন

১। পাখির ডাকে ভোরের আলো, নতুন দিনের গান,
জীবন যেন সুরের সেতু, সুখের স্রোতে প্রাণ।

২। চাঁদের আলো সাগর জলে, সোনালি সে তির,
তোমার চোখের দৃষ্টিতে পাই, ভালোবাসার নীর।

৩। দিঘির জলে পদ্মফুল, ফুটে দিনের শেষে,
তোমার সাথে কাটাই বেলা, প্রেমের মধুর বেশে।

৪। মেঘলা আকাশ, বৃষ্টির ঝাপটা, ঘুমের মধ্যরাত,
মনে পড়ে তোমার মুখ, হৃদয় চায় জমাত।

৫। সাগর পারে দাড়িয়ে থাকি, দেখছি ঢেউয়ের খেলা,
তেমনি করে মন বলে, ভালোবাসি বেলা।

৬। নদীর পাড়ে বসে আছি, হাতে রেখে হাত,
তোমার সাথে কাটাই যেন, প্রহরের রাত।

৭। প্রজাপতি উড়ছে ফুলে, রঙের খেলা সারা,
তেমনি করে ভালবাসি, তোমার হাসির ধারা।

৮। নদীর জলে চাঁদের আলো, সোনালি সেই পথ,
তোমার সাথে কাটাই যেন, প্রতিটি মধুর রত।

৯। তোমাকে ঘিরে আমার সমস্ত অনুসন্ধান,
তোমার সিক্ত ভালোবাসায় করবে কি আমায় দান ?

১০। এই হৃদয়ে দাবিয়ে রেখেছি কতশত চিৎকার,
বলতে শুধু ইচ্ছে করে তুমি যেন আমার।

১১। স্বপ্ন ছুঁয়ে প্রেম খুঁজে যাই নিকষ আঁধার ঘরে,
যেমন করে পাখির ঘরেও সুখ লুটিয়ে পড়ে।

১২। একটি ছোট্ট আশা ভালবাসার জন্ম দেয়,
যেখানে একজন মানুষ অপরজনের প্রতি প্রেম উপহার দেয়।

.১৩। চলো হাতে হাত ধরে আমরা জীবনের পথটা একসাথে হতে পার করি,
সুখী হতে যতটা প্রয়োজন ততটা সুখ-দুঃখ ভাগাভাগি করি।

১৪। যখন দুঃখ এসে আমাকে গ্রাস করবে তোমার কোলে আমাকে ঠাঁই দিও,
আমার সমস্ত না বলা কথাগুলো ও তুমি জেনে নিও।

১৫। তুমি কি জানো তোমাকে দেখতে চাওয়ার ইচ্ছার কাছে আমি কতটা অসহায়
কত বিনিদ্র রাত কেটে গেছে তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায়!

১৬। এত প্রহরায় নিজেকে লুকিয়ে রেখো না,
আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, আমাকে ফিরিয়ে দিও না।

১৭। তোমাকে কাছে পাওয়ার অনন্তকালের অনুভূতি কখনো শেষ হবার নয়,
তুমি কাছে এলেই বুঝতে পারবে কতটা একা আমার এই হৃদয়।

১৮। তোমাকে পাওয়ার জন্য হৃদয় ভাঙ্গার ঝুঁকি নিতে আমি প্রস্তুত,
কারণ তোমার ওই ভালোবাসা যে বড়ই অদ্ভুত।

১৯। আমার ভালোবাসা পেয়ে তুমি যতই করো হাঁস ফাঁস,
তোমাকে ভালোবাসি কারণ আমি প্রেমের দাস।

২০। সৃষ্টিকর্তার কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছিলাম,
প্রথম দেখাতে ই তোমার ওই চোখে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম।

২১। তুমি যতবার আয়নার সামনে দাঁড়াবে ততবার আমার কথা মনে পড়বে,
মনে রেখো আমাকে ততটাই কাছে পাবে যতটা ভালবাসবে।

২২। যে সম্পর্ক মন থেকে শুরু হয়েছে সেখানে অভিমান মানায় না,
তাইতো আমার এই মন তোমাকে ছেড়ে থাকতে চায় না।

২৩। তোমাকে পাওয়ার পর দুঃসময় আমাকে করেনি দখল,
তোমায় ছুঁয়ে পেলাম আমি সমস্ত মঙ্গল।

কবিতা ক্যাপশন বাংলা / Bangla kobita caption

কবিতা ক্যাপশন বাংলা / Bangla kobita caption
Bangla kobita caption

আমার প্রেমের রানী,
তোমার লাগি মন এত আনমনা,
নাই কাছে তোমার ছবি
করি যে তাই কল্পনা ।

আকাশ ভরা জ্যোৎস্না ধারা
মায়াবী চাঁদের সাথে,
জুই চামেলি ফুটেছে আজ
এমন মধুর রাতে ।
বসন্ত বাতাস খুলে দিলো প্রেমের দুয়ার,
এ সোনা ঝরানো রাত তোমার আমার ।

রাত জাগা দুটি পাখি,
জেগে আছে নীড়ে ।
মিলনের সূর বাজে
হৃদয় মাঝারে ।

দূর নীল নভে, জেগে আছে তাঁরা,
তুমি গেলে আমি একা হবো, হবো সাথী হারা ।

কবিতার লাইন ক্যাপশন 

আরো কিছু কবিতা ক্যাপশন নিচে পাবেনঃ Bangla কবিতা caption

কতো যে তোমায় ভালোবেসেছি,
মনে হয় এতটাও কিছুই নয় ।
কেন যে ভালোবেসে, আর
যেতে চায় না হৃদয় ।

সব শুন্য মনে হয়,
যখন তুমি কাছে নাই থাকো,
আশা নিয়ে বসে থাকি শুধু,
কখন আমাকে তুমি ডাকো ।

এসেছ যখন আর যেও না চলে,
একা আমি ওগো প্রয়া,
যেও না আমারে ফেলে ।

ভালো আছি ভালো থেকো,

Bangla কবিতা bangle

Banglaকবিতা ( বাংলা কবিতা ) বাংলা সাহিত্যের সবচেয়ে বড় ওয়েবসাইট। এতে রয়েছে বাংলা সাহিত্যের সকল বিখ্যাত কবিদের এক বিশাল কবিতা ভান্ডার। 

তুমি আমার কবিতার মত

শাহ জামাল উদ্দিন

আমার কবিতার বইয়ের প্রতি পৃষ্ঠায় আছো তুমি
প্রতিদিন পড়ি আর মুখস্থ করি

তোমাকে নিয়ে কবিতা লিখতে গেলে
কবিতা না হও যদি
কখনো কখনো হয়ে যাও তুমি গোলাপের পাপড়ি
তোমার গন্ধ নিবো মৃত্যু অবধি

যদি থাকো তুমি মমতায় আলিঙ্গন করে
বেঁচে থাকবো আমি বিপুল আনন্দে সোহাগে জড়িয়ে

তুমি কখনো কি শুনতে পাও আমাকে
যখন বহুদূর যাও উড়োজাহাজে
অথবা পাহাড়ের দারুন উচ্চতায় বসে

প্রতিদিন তোমাকে পড়ি ভাঙাচোরা চেয়ারে বসে
জনালার পাশে।।

তবু তুমি

শাহ জামাল উদ্দিন

তবু তুমি
Bangla kobita caption

তুমি ছাড়া মনে হয় আমি মৃতপ্রায়
মনে হয় সাতশত বছর ধরে আমি শুয়ে আছি
মাটির অন্ধকারে
এই কষ্টের নাম নির্জনতা।


তুমি কবে আসবে আবার জলের কলস কাঁখে নিয়ে
এই বৃষ্টির দিনে
তুমি না এলে আমি সত্যিই মরে যাবো তোমার উঠনে এসে ।

কেন যে সেদিন বলিনি ভালোবাসি তোমাকে
গোলবারান্দায় দাড়িয়ে থেকেছিলাম মুখোমুখি
তোমার একজোড়া লাজুক চোখের সান্নিধ্যে ১৯৭৫-এ
২০১৮ -এ দেখলাম তোমাকে শিল্পকলার ঐশ্বর্য্যে ।

তোমার হাসি আমাকে সতর্ক করে দিল
আমার এই অবোধ বয়সকে
তবু তুমি ছাড়া মনে হয় আমি মৃতপ্রায় ।

দোষ

শাহ জামাল উদ্দিন

দোষ
Bangla kobita caption

যখন সামান্য বিচ্ছেদে শোকে
যাই পুড়ে ভিতরে ভিতরে
ছেঁড়া পাতার মত উড়ে বেড়াই এখানে ওখানে ।

তাদের যদি মনে পড়ে
খবর নিতে গেলে নিজের শিকরে টান পড়ে
কত উল্টোকথা আলিঙ্গনে কঠোরতা
দু’ চোখ আমার থাকে জলে ভরা ।

ঘোর দুঃসময় ব্যথিত জীবন
তবু তাদের খবর নিতে মন কেন ব্যস্ত এমন

বিপন্ন গাছের মত বুকভরা দীর্ঘশ্বাস নিয়ে
পারি না তাদের ছায়া দিতে
তাই তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে ।

আমি দোষ দিব আর কাকে-নিজেকে

জ্বলছে স্বদেশ

– শামসুর রাহমান

কবীর চৌধুরী ঠিকই বলেছেন, জ্বলছে স্বদেশ-
প্রায় প্রতিদিন মরে লোক গুলি খেয়ে খোলা পথে,
পুলিশের জুলুমে জর্জর দেশবাসী, কোনো মতে
দিন কাটে প্রতিবাদী নেতাদের প্রত্যহ অশেষ
ঝুঁকিতে এবং অনেকেই হচ্ছেন আটক। বেশ
ছেন আনন্দে মেতে নারী নীরো, বাজাচ্ছেন বাঁশি
মসনদে বসে, ঠোঁটে তার খেলে যায় ক্রূর হাসি
ক্ষণে ক্ষণে, পারিষদবর্গ তার কাছে সুখবর করে পেশ।

অবৈধ শাসক যারা, তারা সাধারণ মানুষের
ইচ্ছা অনিচ্ছায় সারে দাফন নিমেষে, স্বৈরাচারে

শেষ কথা

প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই Bangla kobita caption দুই লাইনের ছোট ও বড় কবিতা ক্যাপশন গুলো আশা করি, কবিতার লাইন ক্যাপশন গুলো অনেক উপভোগ করেছেন । ক্যাপশন গুলো আমরা অনেক কষ্ট করে কালেকশন করেছি, শুধু মাত্র আপনাদের জন্য । যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাইট সম্পর্কে বন্ধদের কেও জানিয়ে দিবেন । আর আমাদের সাথেই থাকবেন, আমরা আরো নতুন নতুন চমক নিয়ে আসবো প্রতিদিন । ধন্যবাদ ।

Leave a Comment