Bangla lyrics

Bangla lyrics গানের প্রতি আমার ভালবাসাটা একটু বেশী । কিছু গান যেন অন্তরের মধ্যে গেথে আছে সব সময় । আমার ভাললাগা কিছু গানের লিরিক দেবার চেষ্টা করলাম । আজ যেই গানগুলো থাকবে তা এক পলকে দেখে নেয়া যাক;

অর্নব
সে যে বসে আছে

আমার রবি

চিঠি পাঠাও

ভালবাসা তারপর

হোক কলরব

প্রকৃত জল

মুহূর্ত

পাওয়া যায় নি

জাগো

নয়ন তোমারে পায় না



শিরোনামহীন
বাংলাদেশ

হাসিমুখ

জাহাজী

পাখি

ক্যাফেটেরিয়া

ভবঘুরে ঝড়

অনেক আশা নিয়ে

বন্ধ জানালা

ভালবাসা মেঘ

সেই রাতে রাত ছিল পূর্ণিমা

অর্থহীন
চাইতে পারো – ২_Bangla lyrics

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে

তুমি

অসমাপ্ত

নির্বোধ

আমার প্রতিচ্ছবি (অসমাপ্ত -১)

আমার প্রতিচ্ছবি (বিবর্তন)

প্রবাস থেকে

আর্টসেল

আর্টসেল
Bangla lyrics


আর্টসেল
দুঃখ বিলাস

ধূসর সময়

শহীদ সরণি

অনিকেত প্রান্তর

অবশ অনুভূতির দেয়াল

এই বৃষ্টি ভেজা রাত

দুঃখবিলাস

পথচলা

ভুল জন্ম

চিলে কোঠার সেপাই

অর্নব


শিল্পীঃ অর্ণব চৌধুরী
সুরকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

সুরকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

সুরকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
Bangla lyrics


নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে ।

হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে হে ।।

বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,

স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে হে ।।

সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ-

নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে হে ।

তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার-

কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে হে ।।

জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি,

যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানিনে হে ।

জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর-

তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে হে

শিল্পীঃ অর্ণব, শ্রাবন্তী আলি
অ্যালবামঃ জাগো
_Bangla lyrics

শিল্পীঃ অর্ণব, শ্রাবন্তী আলি
অ্যালবামঃ জাগো
_

শিল্পীঃ অর্ণব, শ্রাবন্তী আলি
অ্যালবামঃ জাগো_
Bangla lyrics

কেন চলে গেলে দূরে

ভাসায় মোরে সুরে

কেন ফিরে এলে না আবার

বাড়াতে দুঃখের বার

কেন চলে গেলে দূরে

ভাসায় মোরে সুরে

কেন চলে গেলে দূরে

বেদনার রংধনু

চেয়েছিল মোর অন্তর

দুঃখের সুখের ঘর বাঁধিনু


বাঁধিনু ও দয়ে প্রান্তর (২)

আজ এই ঝড় এসে

বাধন গেছে চুটে

অসীমতার দুঃখ আর

অনন্ত পারাপার

কেন চলে গেলে দূরে

ভাসায় মোরে সুরে

কেন ফিরে এলে না আবার

বাড়াতে দুঃখের বার

কেন চলে গেলে দূরে

ভাসায় মোরে সুরে

কেন চলে গেলে দূর

.Bangla lyrics song

বিষণ্ণ অনুভূতি

যদি কোথাও
ফের দেখা হয়ে যায়
চিনবে কি তুমি আমার
এই আঁধার আকাশ

যদি কোথাও
ফের দেখা হয়ে যায়
ধরবে কী দৌড়ে এসে
জড়িয়ে আমায়

আজও তোমায় ঘেরা
ভালোবাসা কমেনি
ভুলবো বলে সৃতিগুলো ভোলেনি
সবি আজও আছে হৃদয়ে বিধে
কাছে পেলে জড়িয়ে ধরো একটিবার
ভূলে যাবো আমায় কী দিয়েছও আঘাত
ফের দিয়ে দিও সেই হাসি
ফের চলে যেও না হয় আবার

যদি কোথাও
ফের দেখা হয়ে যায়
চিনবে কি তুমি আমার
এই আঁধার আকাশ

যদি কোথাও
ফের দেখা হয়ে যায়
ধরবে কী দৌড়ে এসে
জড়িয়ে আমায়

শুধু ভালোইতো বেসেছিলাম
শত আঁধার নিয়েও আলো
জ্বেলেছিলাম তোমার জীবনে
জানিনা কী ভূল ছিল এ আমার
কেনই বা দিলে এতোটা আঘাত
তবে ভালো থেকো তুমি
শত সুখ যেন মেলে তোমায়

আজও তোমায় ঘেরা
ভালোবাসা কমেনি
ভুলবো বলে সৃতিগুলো ভোলেনি
সবি আজও আছে হৃদয়ে বিধে
কাছে পেলে জড়িয়ে ধরো একটিবার
ভূলে যাবো আমায় কী দিয়েছও আঘাত
ফের দিয়ে দিও সেই হাসি
ফের চলে যেও না হয় আবার

জানিনা কতো কী রাত
জেগেছি ভেবে
তোমায় হারিয়ে আজও
বিধে আছি আধাঁরে
আজও কী ভাবো তুমি
হারানো আমাকে
কখনো কী আমাকে খোঁজো
ধূসর এ শহরে

যদি কোথাও
ফের দেখা হয়ে যায়
চিনবে কি তুমি আমার
এই আঁধার আকাশ

যদি কোথাও
ফের দেখা হয়ে যায়
ধরবে কী দৌড়ে এসে
জড়িয়ে আমায়

আজও তোমায় ঘেরা
ভালোবাসা কমেনি
ভুলবো বলে সৃতিগুলো ভোলেনি
সবি আজও আছে হৃদয়ে বিধে
কাছে পেলে জড়িয়ে ধরো একটিবার
ভূলে যাবো আমায় কী দিয়েছও আঘাত
ফের দিয়ে দিও সেই হাসি
ফের চলে যেও না হয় আবার

Amar sonar Bangla lyrics

আমার সোনার বাংলা,

আমি তোমায় ভালবাসি।

চিরদিন তোমার আকাশ,

তোমার বাতাস

আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা,

ফাগুনে তোর আমের বনে

ঘ্রাণে পাগল করে

মরি হায়, হায় রে

ও মা,

অঘ্রানে তোর ভরা খেতে,

আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,

কী স্নেহ, কী মায়া গো,

কী আঁচল বিছায়েছ

বটের মূলে,

নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী

আমার কানে লাগে

সুধার মতো-Bangla lyrics

মা তোর বদন খানি মলিন হলে

আমি নয়ন

ও মা আমি নয়ন জলে ভাসি

সোনার বাংলা,

আমি তোমায় ভালবাসি।

Bangla lyrics

আলো আলো

@Sheikh_SHamim

তুমি আর তো কারো নও শুধু আমার

যত দূরে সরে যাও রবে আমার

স্তুব্দ সময় টাকে ধরে রেখে

স্মৃতির পাতায় শুধু তুমি আমার

কেন আজ এত একা আমি

আলো হয়ে দূরে তুমি

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না

হবে না, হবে না. হবে না

@Sheikh_SHamim

রোমন্থন করি ফেলে আসা

দৃশ্যপট স্বপনে আঁকা

লুকিয়ে তুমি কোন সদুরে

হয়ত ভবিষ্যতের আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা

আকাশের পানে চেয়ে জেগে থাকা

তবে আজ এত একা কেন,

আলো হয়ে দূরে তুমি

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না

হবে না.. হবে না.. হবে না..

@Sheikh_SHamim

না নানা নানা না না না না না না না

না নানা নানা না না না ।নানা নানা

কেন আজ এত একা আমি

আলো হয়ে দূরে তুমি

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না

হবে না হবে না

হবে না_Bangla lyrics

Leave a Comment